যোগদান করার ২৪ ঘন্টার মধ্যেই সুর বদল
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,১৫ জুন: তৃনমূল কংগ্রেসে যোগদান করার ২৪ ঘন্টার মধ্যেই সুর বদল পঞ্চায়েত সদস্যার স্বামীর গলায়। জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে যোগদান করানো হয় বলে অভিযোগ করেন অশ্বিনী রায়ের ছেলে দিলীপ রায়। তিনি বলেন, সোমবার আমার বাবা নয়ারহাট গ্রাম পঞ্চায়েত দপ্তরে যায়। সেখান থেকে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা দাবি করে এবং দীর্ঘক্ষণ আটকে রাখে। সেই অবস্থায় কোন কুল কিনারা না পেয়ে একপ্রকার বাধ্য হয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করে বলে অভিযোগ করেন। ছেলের কথায় সায় দিয়েছেন পঞ্চায়েত সদস্যা জোৎস্না রায়ের স্বামী অশ্বিনী রায়। বিজেপি নেতা রঞ্জন রায় জানান, তৃনমূল জোরপূর্বক যোগদান কর্মসূচি চালাচ্ছে। ভোটের বাক্সে এর কোন প্রভাব পড়বে না। অন্যদিকে ব্লকের দলীয় সহ সভাপতি এবং কনভেনর ইন্দ্রজিৎ রায় বসুনীয়া জানান, উনি স্বেচ্ছায় যোগদান করেন। মিথ্যা অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের নামে ভিত্তিহীন অপপ্রচার করছে বলে তিনি জানান। উল্লেখ্য, সোমবার রাতে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি এলাকার এক মাত্র বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী অশ্বিনী রায় তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি তৃনমূল ব্লক সহ-সভাপতি ইন্দ্রজিৎ রায় বসুনীয়ার হাত ধরে দলীয় পতাকা তুলে নেন। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বেসুরো অশ্বিনী।