ডিটারজেন্ট বিক্রি করতে এসে মোবাইল ও টাকা নিয়ে চম্পট দিল দুইজন, গাড়ি সহ আটক ১
জটেশ্বর: ডিটারজেন্ট বিক্রি করতে এসে দোকান থেকে মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল ডিটারজেন্ট কোম্পানীর একটি গাড়ি সহ একজন। ঘটনাটি ঘটেছে জটেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের ডালিমপুর এলাকায়। ফালাকাটা – কোচবিহার সীমানায় দুলাল দোকান এলাকা থেকে গাড়ি সহ একজনকে ধরে নিয়ে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। গাড়ির চালক পলাতক বলে জানা গেছে।
জানা গিয়েছে, বুধবার কোচবিহার স্থিত একটি ডিটারজেন্ট কোম্পানীর গাড়িতে করে জটেশ্বর এলাকায় ডিটারজেন্ট বিক্রি করতে আসেন দুজন। তাদের মধ্যে একজন ছিলেন গাড়ির চালক। জানা গিয়েছে, জটেশ্বরের ডালিমপুরে গণেশ বর্মনের দোকানে ডিটারজেন্ট বিক্রি করতে যান ঐ কোম্পানীর প্রতিনিধিরা। গণেশ বর্মনের মুদিখানার দোকানের সাথে তার ছেলে একটি সিএসপি’ও চালান বলে জানা গেছে।
এদিন ঐ দোকানদার ডিটারজেন্ট কিনতে অস্বীকার করলে ঐ কোম্পানীর প্রতিনিধিরা ডিটারজেন্টের গুণমান পরীক্ষা করতে বলেন তাকে। তাদের কথায় ঐ দোকান মালিক দোকান লাগোয়া তার বাড়ির ভেতরে যান ডিটারজেন্ট নিয়ে। দোকান মালিকের অনুপস্থিতিতে ঐ কোম্পানীর প্রতিনিধিরা দোকান থেকে মোবাইল ফোন ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে চম্পদ দেন বলে অভিযোগ দোকান মালিক গণেশ বর্মনের। ঘটনার পর ঐ দোকান মালিক ও তার পরিবারের সদস্যরা মিলে মোটর বাইকে করে ঐ ডিটারজেন্ট কোম্পানীর গাড়ির পিছু নেন। ফালাকাটা-কোচবিহার সড়কের দুলাল দোকান এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ঐ গাড়িটিকে আটক করেন ঐ দোকান মালিক। ঘটনার খবর ইতিমধ্যে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ গিয়ে গাড়ি সহ একজনকে আটক করে।
ডালিমপুর এলাকার গণেশ বর্মন নামে ঐ দোকান মালিক জানান, আমার দোকান থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যান ঐ ডিটারজেন্ট কোম্পানীর দুই এজেন্ট। ঘটনার বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।