দুর্নীতির অভিযোগ তুলে দাবি পত্র পেশ করল বিডিওকে
অপু দেবনাথ, হলদিবাড়ি: সোয়াবিন দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হলদিবাড়ি বিডিওকে দাবিপত্র তুলে দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। করোনা পরিস্থিতির কারণে শুক্রবার সমিতির হলদিবাড়ি চক্র সম্পাদক আব্দুল জলিল সরকার প্রতিনিধিমূলক দাবিপত্র তুলে দেন বিডিও তাপসী সাহার হাতে।
সরকারি নির্দেশিকায় ছিল,পড়ুয়া পিছু সয়াবিন ১০০ গ্রাম দেওয়া হবে। দাম ১৫ টাকা। আগে সেল্ফ হেল্ফ গোষ্ঠীর মহিলারাই সয়াবিন সরবরাহ করত। হঠাৎ জুন মাসে বিদ্যালয়গুলিতে সোয়াবিন সরবরাহ হয় সরকারিভাবে।যে সঝয়াবিনের প্যাকেট সরবরাহ করা হয় তাতে লেখা আছে ৭০ গ্রাম,দাম ১৩ টাকা। পরিমাণে কম এবং নিম্নমানের সয়াবিন সরবরাহ নিয়েই দুর্নীতির অভিযোগ উঠছে। এই নিয়ে বিডিও অফিসের গেটে এবং অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে বিপিটিএর পক্ষ থেকে পোস্টারও মারা হয়েছে। আব্দুল জলিল সরকার জানান,এমনিতেই মিড ডে মিলের খাদ্যসামগ্রীর বরাদ্দ কমিয়েছে সরকার তার উপর নির্ধারিত ১০০ গ্রাম সয়াবিন যার নির্ধারিত মূল্য ১৫টাকার বদলে যদি সরকারিভাবে সরবরাহ করা সয়াবিনের প্যাকেটে দেখা যায় ৭০ গ্রাম এবং মূল্য ১৩ টাকা তবে বুঝতে অসুবিধা হয়না যে শিশুখাদ্য কেলেঙ্কারী হয়েছে।সংবাদে প্রকাশ কোচবিহার জেলায় ২১ লক্ষ টাকার সোয়াবিন দুর্নীতি হয়েছে। আমরা বিপিটিএর পক্ষ থেকে পড়ুয়াদের স্বার্থে হলদিবাড়িতে আন্দোলনের শুরু করেছি। প্রথম ধাপ হিসাবে বিডিওকে দাবিপত্র তুলে দেওয়া হল।