রাস্তার প্রতিশ্রুতি মিললেও হয়নি রাস্তা, ক্ষোভ ফুঁসছেন খড়িবাড়ি এলাকার বাসিন্দারা

বাপ্পা রায়,ময়নাগুড়ি , ১৮ জুন : একাধিক বার সংবাদ মাধ্যম এবং প্রশাসনের দ্বারস্থ হয়েও হয়নি রাস্তা। বার বার আশ্বাস দিলেও রাস্তা না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি বুথের একাংশ বাসিন্দা। তারা দ্রুত রাস্তা তৈরি দাবি করেন এদিন।

 বর্ষা আসলেই শুরু হয় দুর্গতি । জল-কাদায় ভরে যায় রাস্তা । এলাকার ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজ যাওয়া থেকে শুরু করে সর্বস্তরের মানুষের হাট-বাজার , অফিস-আদালত যাওয়া যেন নরক যন্ত্রণা হয়ে ওঠে । আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি ও ধওলাগুড়ি-১ বুথের সীমানা বরাবর আলসিয়া মোড় থেকে ভালোইবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল দশার জন্য এমনই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে । দ্রুত রাস্তা মেরামত করে পাকা রাস্তার দাবি জানিয়েছেন সেই এলাকার বাসিন্দারা । এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে গেলে তারা আশ্বাস দিয়েছেন ঠিকই কিন্তূ কাজের কাজ কিছুই হয়নি। ফলে বর্ষার আগেই রাস্তার দুর্দশা দেখে ক্ষোভ উগরে দেন তারা।
 এলাকার স্থায়ী বাসিন্দা মানস রায় বলেন , " বার বার প্রশাসন আশ্বাস দিয়েছেন যে রাস্তা হবে কিন্তূ কাজ কিছুই হয়নি। এর আগে এই গ্রামে শাসক দলের জন প্রতিনিধি ছিলেন কিন্তূ তা সত্ত্বেও রাস্তার কোনো কাজ করাননি তারা। ধওলাগুড়ি ১ ও খড়িবাড়ি বুথের জলঢাকা নদী তীরবর্তী এলাকার প্রায় দুই হাজার মানুষের এটাই মূল রাস্তা। সব ধরনের প্রয়োজনে ছুটতে হয় এই রাস্তা  দিয়ে। " চিন্ময় রায় নামে আর এক বাসিন্দা বলেন , " এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী । এই রাস্তার উপর দিয়ে কৃষিজ কাঁচামাল শহরে নিয়ে যেতে খুব অসুবিধা হয়।" 
 এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জ্ঞানদা রায় বলেন "এই রাস্তার অর্ধেক অংশ ধওলাগুড়ি বুথের আর অর্ধেক অংশ খড়িবাড়ি বুথের । রাস্তার সমস্যা সমাধানের জন্য আমরা প্রধানের কাছে লিখিতভাবে অনেক বার আবেদন জানিয়েছি কিন্তূ কোনো কাজ হয়নি ।"আমগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ কুমার রায় বলেন , " সিসি রোডের অ্যাকশন প্ল্যানে ওই রাস্তার নাম দেওয়া আছে, এবছরই রাস্তার কাজ হওয়ার কথা কিন্তূ নির্বাচন এবং লকডাউনের কারণে অনেক কাজ সম্পূর্ন করা যায়নি।পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি দ্রুততার সাথে দেখা হবে। "

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *