বাতাবাড়িতে স্বাস্থ্য পরীক্ষা শিবির
সুব্রত রায়, জলপাইগুড়ি :-
করোনা আবহে বন্ধ রয়েছে বাস চলাচল। যারফলে গ্রাম্য এলাকার অনেকেই বাইরে গিয়ে ডাক্তার দেখাতে পারছে না। সেই কারণে সাধারণ মানুষের সুবিধার্থে বাইরের ডাক্তার এনে স্বাস্থ্যপরীক্ষা শিবির করা হলো। রবিবার বাতাবাড়ির তরুণ সংঘের মাঠে ঐ স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করার পর বিনামূল্যে ঔষধপত্রও দেওয়া হয়। রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা টুরিস্যম ওয়েলফেয়ার এসোসিয়েসন ও মূর্তি জিপসি ওনার্স এসোসিয়েসনের যৌথ উদ্যোগে এবং বাতাবাড়ি তরুণ সংঘের ব্যবস্থাপনায় এই শিবিরে ভালো সাড়া পড়ে। এদিন বিভিন্ন রোগের বিষয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় ওই শিবির করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন নাগড়াকাটার সমাজসেবী সঞ্জয় কুজুর, রিসোর্ট এসোসিয়েসনের সম্পাদক দেবকমল মিশ্র, সভাপতি তজমল হক, সহ সম্পাদক শেখ জিয়াউর রহমান, জিপসি এসোসিয়েসনের সম্পাদক সামিন আহমেদ ফেরদৌসী, পরিচালক মজিদুল আলম, তরুণ সংঘের সভাপতি মোহাম্মদ হালিম, জেলা পরিষদের সদস্যা সীমা সরকার প্রমুখ।