ভিন রাজ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু শ্রমিকের,পরিবারে শোকের ছায়া
সৌমিত্র বর্মন, মাথাভাঙ্গা : দিনমজুরি করে সংসার চলত। একদিন কাজ না করলে খাবার জুটত না।ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই।তাই সংসারের হাল ফেরাঁতে ৮ থেকে মাস আগে কেরালার কান্নুর জেলায় শ্রমিকের কাজ করতে যান মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলের বালাবাড়ি এলাকার সুনীল বর্মন(৫৩) নামে এক ব্যক্তি। সঙ্গে এলাকার আরো বেশ কয়েকজন ছিলেন।বৃহস্পতিবার সকাল ৮ নাগাত সেখান থেকে ফোন আসে যে সুনীল বর্মন আর নেই,কান্নায় ভেঙে পড়েন স্ত্রী রেনু বর্মন। হতাশাগ্রস্ত হয়ে পড়েন পরিবারের সকল সদস্যরা।এলাকায় নেমে আসে শোকের ছায়া।
স্ত্রী রেনু বর্মন জানান, বুধবার সকালে তার স্বামী সুনীল বর্মন ফোন করে জ্বর, সর্দি ও কাশির কথা জানান।এরপর বুধবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে তাকে সেখানকার একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকাল ৮ নাগাত তার মৃত্যুর খবর আসে। পরিবারের নেমে আসে শোকের ছায়া।মৃত ওই ব্যক্তির পরিবারে রয়েছে স্ত্রী ,বৃদ্ধা মা,ছেলে ,ছেলের বউ ও এক নাতনি। এই মুহূর্তে পরিবারটি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন।