বৈঠকে খারিজ অনাস্থা, পুনর্বহাল নাজিরহাট ১ এর গ্রাম প্রধান

রাহুল দেব বর্মন, নাজিরহাট – গত ১১ই জুন দিনহাটা ২’নম্বর ব্লকের নাজিরহাট ১’নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রেহেনা সুলতানার বিরুদ্ধে অনাস্থার অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্যরা এবং সাহেবগঞ্জে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসকে একটি লিখিত স্বারকলিপি প্রদান করেন।
এরপর থেকে গ্রাম পঞ্চায়েত অফিসে সরকারী কাজকর্ম স্থগিত থাকে। আজ শুক্রবার দু-সপ্তাহ পর দিনহাটাতে তৃণমূল নেতৃত্ব, নাজিরহাট ১’নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি উদয়ন গুহ, দিনহাটা ২’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণু কুমার সরকার,সহ সভাপতি আব্দুল সাত্তার সহ অন্যান্য ব্লক কমিটির সদস্যরা।
আজকের এই বিশেষ বৈঠকে শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দিনহাটা বিধানসভা উপ-নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান প্রধান রেহেনা সুলতানা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে পুনর্বহাল থাকবেন, এর পাশাপাশি পঞ্চায়েত সদস্য দের অনাস্থার অভিযোগ তুলে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বদের তরফে। তৃনমূল নেতৃত্ব আরও জানিয়েছেন যে অনাস্থা অভিযোগের ভিত্তিতে উপ-নির্বাচন পর্যন্ত দলের তরফে সে বিষয়ে খতিয়ে দেখা হবে এবং যদি অভিযোগ প্রমাণিত হয় তবে প্রধান রেহেনা সুলতানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং আরও জানানো হয়েছে, বর্তমান সময়ে সপ্তাহের দিনগুলোতে নির্দিষ্ট সময়ে প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের গ্রাম পঞ্চায়েত অফিসে এসে কাজকর্ম করবার নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি সপ্তাহে ১’দিন করে নাজিরহাট ১’নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে ব্লক তৃণমূল সভাপতি বিষ্ণু কুমার সরকার নতুবা সহ-সভাপতি আব্দুল সাত্তার নিজে উপস্থিত থেকে গ্রাম পঞ্চায়েত অফিসের কাজকর্মের দেখভাল করবেন।
এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *