চার মাস পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, চাঞ্চল্য কোচবিহারে

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: প্রায় চার মাস পর নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করলো পুণ্ডিবাড়ি থানার পুলিশ। ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুণ্ডিবাড়ি থানার ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর পেস্টারঝাড় এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে গত কয়েক দিন আগে পুণ্ডিবাড়ি থানার পুলিশ ছিনতাই সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত আশিষ বর্মন(২১) নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করতে করতেই খুনের তথ্য মেলে। ওই যুবককে জেরা করার পরেই গত তিনদিন আগে খুনের ঘটনায় জড়িত থাকা আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সুভাষ দাস(৪৬), রাজা দাস(১৯), দেবাশীষ রায় (২০), প্রসেনজিৎ বর্মন(২২)। এরপরেই শুক্রবার পুলিশ আসামিদের দেখিয়ে দেওয়া স্থান থেকে উদ্ধার করে কালি দাস(৬১) নামে এক ব্যক্তির মৃতদেহ। মৃতের বাড়ি স্থানীয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ইকরচালা এলাকায় বলে জানা গিয়েছে। সূত্রে খবর ফেব্রুয়ারি মাস থেকে ওই ব্যক্তি নিখোঁজ। পুণ্ডিবাড়ি থানায় তাঁর পরিবারের সদস্যরা নিখোঁজ ডায়েরিও করেছিল। কিন্তু এতদিন কোনোরকম খোঁজ মেলেনি। কিন্তু গত কয়েকদিন আগে একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আশিস বর্মনকে আটক করার পর থেকেই খুনের হদিস মেলে। ওই যুবকের দেওয়া সূত্র ধরেই পুলিশ বাকি অপরাধীদের গ্রেফতার করে এবং এদিন মাটি খুঁড়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। কিন্তু কী কারণে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে সে ব্যাপারে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে। পুলিশের তরফেও এই খুনের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তদন্তের স্বার্থে সবটাই এখনো গোপন রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অপরাধীরা অনেক ধরনের খারাপ কাজের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত। বিভিন্ন সময় এলাকায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। ভয়ে কেউ কিছু বলতে চায় না। খুনের ঘটনা শোনার পর গ্রামবাসীরা আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। অপরাধীদের সঙ্গে আরও কোনো ঘটনার যোগ রয়েছে কিনা তার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *