কৃষক আন্দোলনের দুশো দিনে কৃষক সভার আন্দোলন
ময়নাগুড়ি: শনিবার কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের ২০০ দিন পূর্ণ হল। এই উপলক্ষে শনিবার সকালে ময়নাগুড়ির ট্রাফিক মোড়ে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে ময়নাগুড়ির ট্রাফিক মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে, করনা ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ সহ কৃষকদের টিকাকরণ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএসপির নেতা সুব্রত গুপ্ত সহ অন্যান্যরা।