রক্ত দান শিবির শীতলকুচিতে

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: ব্লাড ডোনার অর্গানাইজেশনের পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ব্লাড ডোনার অর্গানাইজেশন শিতলখুচী শাখার উদ্যোগে শিতলখুচী থানার পাশে কালি মন্দির প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হল। উক্ত রক্তদান শিবিরে মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।যাদের মধ্যে ৪ জন মহিলা এবং ২৬ জন পুরুষ রক্ত দান করেন। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য শীতলকুচি ব্লকের গোসাইরহাট থেকে আগত দম্পতি শান্তিময় ঘোষ ও রাখি সাহা ঘোষ। তাদের নিজেদের ১০তম বিবাহ বার্ষিকী উপলক্ষে দুজনই স্বেচ্ছায় রক্তদান করেন। উক্ত রক্তদান শিবিরের সংগ্রহিত রক্ত দিনহাটা ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়।

উক্ত অনুষ্ঠানে করোনা যোদ্ধা সম্মানে সম্মানীত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিতলখুচী থানার ও.সি. মৃত্যুঞ্জয় চক্রবর্তী, শিতলখুচী সি.ডি.পি.ও সঞ্জয় সাহা,ব্লাড ডোনার অর্গানাইজেশন এর রাজ্য সম্পাদক রাজা বৈদ্য, মাথাভাঙ্গা এবং দিনহাটা মহকুমা পর্যবেক্ষক চিরঞ্জীব কুমার বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *