“মুক্তির পথ রায়গঞ্জ” উদ্যোগে জন্মদিনে খাওয়ানো হলো রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রম এর শিশুদের
রায়গঞ্জ; ২৬ জুন :-
প্রতিটি জন্মদিন একটি নতুন শুরুর ইঙ্গিত, জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটা।তাই শনিবার “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার উদ্যোগে রায়গঞ্জ এর উকিলপাড়ার বাসিন্দা অমিত মন্ডলের সহযোগিতায় তার ছেলে অহর্ষি মন্ডল (তাতান মণ্ডল) এর জন্মদিন পালন করা হল রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রম এর শিশুদের সাথে কেক কেটে।এদিনের এই অনুষ্ঠানে প্রথমে কেক কেটে আশ্রমের সকল শিশু সহ বৃদ্ধাদেরকে মিষ্টি মুখ করানো হয়।এরপর সকলের হাতে আম, কলা, ডিম, কেক, ক্যাটবেরি, জুস ইত্যাদি পুষ্টি সম্পন্ন খাওয়ারের একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়।
এরফলে খুব খুশি আশ্রমের সকল শিশু সহ বৃদ্ধারা।এছাড়াও জন্মদিন উপলক্ষে এদিন “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থা থেকে মোহাম্মদ মামুন নামক এক রক্তদাতা জন্মদিনের উপহারস্বরূপ স্বেচ্ছায় রক্তদান করেন।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার সভাপতি প্রণব দেবনাথ, সম্পাদক সামিম আক্তার, সহ-সম্পাদক সান্তনু চক্রবর্তী,অমিত মণ্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার অন্যান্য সদস্য নজরুল ইসলাম,হবিবুর রহমান, নায়াম আলী, জিয়াউল আলী, সাহিরুল আলী প্রমুখ।
“মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার সম্পাদক সামিম আক্তার জানান “এই আশ্রমে 30 জন শিশু ও 15 জন বৃদ্ধা রয়েছেন ।যদি আমরা প্রত্যেকে নিজেদের জন্মদিনকে এইভাবে পালন করি তাহলে অনাথ আশ্রম সহ বহু ক্ষুধার্থ মানুষের মুখে হাসি ফুটবে।তাই তিনি সকলকে এগিয়ে আসার কথা বলেছেন।”