রেড ভলান্টিয়ারদের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির

সুব্রত রায়, ডুয়ার্স:-

করোনা আবহে প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে রেড ভলেন্টিয়ার্স সদস্যদের। করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে দুঃস্থ, অসহায় কিংবা করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যদব্য তুলে দেওয়া। সব ক্ষেত্রেই এগিয়ে এসেছিল রেড ভলেন্টিয়ার্স সদস্যরা।
রবিবার রেড ভলান্টিয়ারদের উদ্যোগে ডুয়ার্সের বাতাবাড়ি ফার্ম বাজারে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। চালসা- ধূপঝোরা- বাতাবাড়ি রেড ভলেন্টিয়ার ইউনিটের উদ্যোগে হওয়া এই স্বাস্থ্য শিবিরে ভালো সাড়া পাওয়া যায়। সকাল থেকেই শিবিরে আসতে থাকেন স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে গ্রামের মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করার পর প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয়। সেইসাথে মাস্ক, স্যানিটাইজার, প্যারাসিটামল ট্যাবলেট, ওআরএস, আই ড্রপ সহ বিভিন্ন প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয় শিবিরে আসা মানুষদের। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রোহিত পাসি, তুফান রায়, আজিনুর রহমান, সঞ্জয় ঠাকুর,শুভ সাহা প্রমুখ।

এদিকে করোনা আবহে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। সংগঠনের পক্ষ থেকে জানা গেছে আগামী দিনেও মানুষের পাশে দাঁড়াবেন তারা। উল্লেখ্য গতকালও ঐ এলাকায় করোনা আক্রান্তদের বাড়ি স্যানিটাইজ করে রেড ভলান্টিয়ার্স এর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *