অভিনব কায়দায় বাইক চুরি

পরিমল বর্মন,ঘোকসাডাঙ্গা,২৭ জুন:অনেকটা ফিল্মি কায়দায়
বাইক বিক্রি করতে এসে বাইক চুরি গেল বিক্রেতার। ঠিক এমনি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এক বাইক বিক্রেতা। এবিষয়ে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মোটর বাইক মালিক ।অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে মেখলিগঞ্জের কামাত চ্যাংরাবান্ধা এলাকার বাসিন্দা তথা যুবক অরুণ বিশ্বাস। তিনি ওএলএক্স(অনলাইনে পুরনো সামগ্রী বিক্রির মাধ্যম)এ তার মোটর বাইকটি বিক্রির আবেদন জানায়। তারই সুবাদে একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করা হয়। সে বাইক কিনতে ইচ্ছুক, তার বাইক পছন্দ হয়েছে।সে বাইকটি দেখতে চায় বলে ফোনে জানায়। তার ফোনে ক্রেতার সবুজ সঙ্কেত পেয়ে তার সঙ্গে দেখা করে বাইক দেখাতে রাজি হয় এবং ফোনে যোগাযোগ মারফত শনিবার মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গার হিমঘর চৌপথিতে মোটরবাইক মালিক তার বাইক নিয়ে এসে ক্রেতার সঙ্গে দেখা করে। ক্রেতা বিক্রেতার বাইক দেখে পছন্দ হয়েছে বলে জানিয়ে একটু চালিয়ে দেখার কথা বলে বাইকটি চালাতে শুরু করে। বেশকিছুক্ষণ সময় পেরিয়ে গেলেও ট্রায়াল শেষ করে এখনও ফেরেনি।তারপর কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও আর ফিরে আসেনি বলে অভিযোগ। এরপর ক্রেতার মোবাইল ফোন সুইচ অফ । এবিষয়ে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই বাইক মালিক অরুণ বিশ্বাস। অভিযোগের ভিত্তিতে তদন্তে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *