শুকর মাঠে হানাতে খেলাধুলা বন্ধ হতে চলেছে খেলোয়াড় দের
অপু দেবনাথ, হলদিবাড়ি: কথায় আছে “কেঁচো খুরতে কেউটে” আর এ যেন “শুকর খুরতে খেলা বন্ধ” হ্যাঁ রোজকার শুকরের হানায় খেলা প্রায় বন্ধ হাইস্কুলের মাঠে।
হলদিবাড়ি পৌরসভার এলাকায় ৩ নং ৫ নং ৬ নং ও ৭ নং ওয়ার্ডের কিছু কচি কাচা ছেলে ও যুবকরা প্রায় বহুবছর ধরে হলদিবাড়ি হাইস্কুলের মাঠে ফুটবল , ক্রিকেট খেলে এবং এই মাঠের যত্ন নেয় । কিন্তু কিছুদিন ধরে মাঠ সংলগ্ন এলাকা থেকে শুকরের দল এসে মাঠ নষ্ট করে দিয়ে যাচ্ছে এবং তাদের খেলা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে।
এছাড়াও প্রচুর গরু ছাগল এই মাঠে ঘাস খায় শুকরের অত্যাচারে তাদের খাবার সংস্থানের অভাব হচ্ছে। সোমবার বেলা ১২ টার পরে হলদিবাড়ি পৌরসভায় এই বিষয় নিয়ে লিখিত অভিযোগ জানায় ওই মাঠের খেলোয়াড়রা। এই দিন উপস্থিত ছিলেন – জয়ন্ত দে , সানু মহম্মদ , সুপ্রিয় সরকার , বিপ্লব রায়,মৈনাক কুন্ডু , অরিন্দম দাস , বাপ্পা পাল , রঞ্জিত দাস সহ আরও অনেকে। মৈনাক কুন্ডু জানায় , হলদিবাড়িতে এমনিতেই মাঠের সংখ্যা কম আমরা বহু বছর ধরে এই মাঠে খেলে আসছি কিন্তু এবার এই শুকরের হানায় খেলা প্রায় বন্ধ হওয়ার পথে আমরা হলদিবাড়ি পৌরসভায় লিখিত আবেদন করেছি এই সমস্যার সমাধান চেয়ে। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে সমস্যার সমাধান হবে বলে।