পঞ্চায়েত সদস্যা সহ শতাধিক পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৯ জুন :-মঙ্গল বার মাথাভাঙ্গা ২ ব্লকের প্রেমের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্যা সহ শতাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিনলেন বলে তৃণমূল সূত্রে জানা যায়। প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত দলিও কার্যালয়ে অনুষ্ঠিত এই দিনের যোগ দান সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায়, তৃণমূল কংগ্রেস নেতা গিরিন্দ্র নাথ বর্মন, মাথাভাঙ্গা ২ ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সাবলু বর্মন, ব্লক যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। এই দিনের সভায় প্রত্যেক নেতা কর্মীরা বিজেপির সমালোচনায় মুখরিত হন এবং কোচবিহার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের হাত ধরে পঞ্চায়েত সদস্যা ললিতা বর্মন সহ প্রায় শতাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপি থেকে আসা পঞ্চায়েত সদস্যা সহ প্রায় শতাধিক পরিবারের হাতে দলিও পতাকা তুলে দেন পার্থ প্রতিম রায় । এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, বিজেপি একটি হিংসাশ্রয়ী এবং দাঙ্গা বাজের দল, এই দলের যে কার্যকলাপ তাতে বিজেপি কর্মীরাই ক্ষিপ্ত। তাই অনেকেই আমাদের দলে যোগ দেবার আবেদন করেন। আমাদের বর্ষীয়ান নেতা গিরিন্দ্র নাথ বর্মন, ব্লক নেতৃত্ব সাবলু বর্মন, কমলেশ অধিকারীর নেতৃত্বে আজকে মাথাভাঙ্গা ২ ব্লকের প্রেমের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্যা ললিতা বর্মন সহ শতাধিক পরিবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দান করলেন। তবে এটুকু বলব শুধু প্রেমের ডাঙ্গা নয় কোচবিহার জেলা জুড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে চলেছেন বিজেপি কর্মীরা এবং এভাবেই সারা পশ্চিম বঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি।