দিদির মানবিক বাজারে বিনামুল্যে পরিসেবা তৃণমূল ছাত্র পরিষদের

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৯ জুন :- করোনা পরিস্থিতে রাজ্য জুড়ে চলছে লক ডাউন। আর এই পরিস্থিতে বিপাকে পড়েছে অনেক সাধারণ খেটে খাওয়া মানুষ। আর এই সাধারণ মানুষের পাশে সরকার ছাড়াও পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা । সেই মত মঙ্গল বার মাথাভাঙ্গা ২ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিনা মূল্যে দিদির মানবিক বাজার বসানো হয় ঘোকসাডাঙ্গা স্টেশন বাজার এলাকায়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অনির্বান সরকার, মাথাভাঙ্গা ২ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দীপঙ্কর বর্মন সহ অন্যান্যরা। এই দিন বিনা মূল্যে চাল, ডাল, আলু এবং বিভিন্ন ধরণের শাক, সবজি বিনামূল্যে প্রদান করা হয় বলে ছাত্র পরিষদ সূত্রে জানা যায়। এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বান সরকার বলেন, যেহেতু লক ডাউন চলছে তাই রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নির্দেশে আমরা আজ ঘোকসাডাঙ্গা স্টেশন বাজার এলাকায় কিছু দুস্থ্য মানুষের জন্য চাল, ডাল, আলু সবজির ব্যবস্থা করে বিনা মূল্যে দিদির মানবিক বাজার বসিয়েছি। দুস্থ্য মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আপ্লুত । আজ ঘোকসাডাঙ্গায় এই কর্মসূচি অনুষ্ঠিত হলো ক্রমান্যয়ে সারা কোচবিহার জেলা জুড়ে এই কর্ম সূচি চলবে। তৃণমূল ছাত্র পরিষদ এভাবে সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ ছাড়াও করোনা পরিস্থিতে একটি অরাজনৈতিক সংস্থা বেতাল, করোনা পরিস্থিতে সাধারণ মানুসের পাশে থাকার জন্য ঘোকসাডাঙ্গা বেতাল ইউনিটকে এইদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *