তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পালিত হল চিকিৎসক দিবস

অপু দেবনাথ, হলদিবাড়ি: ভারতে প্রতি বছর ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় । ১৯৯১ সালে ১ লা জুলাই ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনকে চিকিৎসক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় একজন চিকিৎসক হিসাবে তাঁর অবদান অনস্বীকার্য । সেই কিংবদন্তী চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিনটি পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস হিসাবে ।চিকিৎসক মানুষের কাছে সাক্ষাৎ ঈশ্বর। জীবন যখন হাল ছেড়ে দেয় তখন হাসপাতালের দরজা ছাড়া আর কোনও গতি থাকে না। সেখানেই রোগী ও তাঁর পরিবারকে আশার
কথা শোনাতে পারেন একমাত্র তাঁরাই । তাই হলদিবাড়ি শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পালিত হলো চিকিৎসক দিবস । বৃহস্পতিবার দুপুরে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক , নার্সদের গলায় উত্তরীয় ও হাতে ফুল ও মানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় । এই দিন হলদিবাড়ি গ্রামীন হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন – ডাক্তার বি.এম.ও.এইচ রাজেশ চন্দ্র সাহা সহ অন্যান্য ডাক্তার ও নার্সরা । ডাক্তার বি.এম.ও.এইচ জানান – করোনা থেকে বাঁচতে হলে আমাদের কি কি করতে হবে সে বেপারে সংক্ষিপ্ত ধারণা দেন ।
সংবর্ধনা জ্ঞাপন করে শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাপি সেন বলেন – “আজ চিকিৎসক দিবস উপলক্ষে আমরা সকল চিকিৎসক, নার্সদের সংবর্ধনা করলাম । করোনা অতিমারীর সময়ে বহু চিকিৎসকের প্রাণ গিয়েছে তারপর ও তাদের অক্লান্ত পরিশ্রম ও রোগীদের সেবা প্রদানকে আমরা কুর্ণিশ
জানাই” ।উপস্থিত ছিলেন – শহর তৃণমূল ছাত্র সভাপতি বাপি সেন , লড়াকু ছাত্র নেতা দীপক দেবনাথ(Devil)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *