তৃতীয় দিনে ভেসে উঠল কদমতলার বানিয়াদহ নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ
রাহুল দেব বর্মন,দিনহাটা –
প্রশাসনের প্রচেষ্টা ব্যর্থতার পর তৃতীয় দিনে কদমতলা বানিয়াদহ নদীতে তলিয়ে যাওয়া ব্যাক্তির ভেসে উঠল মৃতদেহ।
প্রশাসনের তরফে দুদিনের প্রচেষ্টা ব্যর্থতার পর আজ শনিবার ভোর ৫:৩০ নাগাদ কদমতলা বানিয়াদহ নদীতে তলিয়ে যাওয়া ব্যাক্তির মৃতদেহ ভেসে উঠল।
প্রসঙ্গত পহেলা জুলাই বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ কিসামত দশগ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকার বানিয়াদহ নদীতে পাট পচানোর জন্য রাখতে গিয়ে নদীতে তলিয়ে যায় এক ব্যাক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ।এরপর ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সিভিল ডিফেন্স টিম এসে বৃহস্পতিবার প্রায় ৩ঘন্টা তল্লাশি চালালেও দেহ উদ্ধার করতে পারেনি। এরপর গতকাল শুক্রবার আবারও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪ঘন্টা তল্লাশি চালায় সিভিল ডিফেন্স টিম এবং ডুবুরীরা কিন্তু শেষপর্যন্ত গতকালও মেলেনি সেই দেহ। এরফলে হতাশা প্রকাশ করেছিলেন পরিবারের সদস্যরা। প্রশাসন জানিয়েছিল আজ আবারও তল্লাশি চালানো হবে কিন্তু আজ সেই মৃতদেহ নিজে থেকেই ভেসে ওঠে,সেই মরদেহ স্থানীয়রা দেখতে পান,খবর দেন সাহেবগঞ্জ থানায়। সাহেবগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।