সাহেবগঞ্জ ব্লক কৃষি দপ্তরে পাট পচানো বিষয়ে কৃষকদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল

রাহুল দেব বর্মন,সাহেবগঞ্জ –
সাহেবগঞ্জ ব্লক কৃষি অধিকর্তা অফিসে পাট পচানোর প্রশিক্ষণে কৃষকদের নিয়ে একদিবসীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।
আজ মঙ্গলবার দুপুরে সাহেবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দিনহাটা ২নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা অফিসে আত্মা প্রকল্পের আওতায় ব্লক কৃষি দপ্তরের ব্যাবস্থাপনায় একদিন ব্যাপী কৃষক দের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।
আজকের এই শিবিরে ব্লকের বিভিন্ন এলাকার ৪০জন কৃষকের উপস্থিত ছিলেন।
এদিনের এই প্রশিক্ষণ শিবিরে কৃষকদের পাট পচানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
মূলত বর্ষার দিনগুলিতে কিভাবে সময় মতন সঠিক নিয়মে পাট পচাতে হবে সেই বিষয়ে আলোচনা করা হয়।
আজকের এই প্রশ্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রী সুদীপ দে ADA (টেকনিক্যাল)কোচবিহার, ডাঃ বিশ্বনাথ তালুকদার, এডিএ (SM)কোচবহর সদর, ডাঃ উৎপল মন্ডল, ADA (এসএম)দিনহাটা মহকুমা,এছাড়াও ব্লক সহ কৃষি অধিকর্তা শুভাশিস চক্রবর্তী, দিনহাটা ২নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল বাগচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *