নিম্ন আসামে ভূমিকম্পের উৎপত্তিতে, কেঁপে উঠলো উত্তরবঙ্গ সহ গোটা কোচবিহার জেলা

নিউজ ডেস্ক,কোচবিহার –
নিম্ন আসামে উৎপত্তি ভূমিকম্পের কম্পনে, কেঁপে উঠলো কোচবিহার জেলা সহ গোটা উত্তরবঙ্গ

আজ বুধবার সকাল ৮ টা ৪৬ মিনিট নাগাদ আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর মহকুমাতে ভূমিকম্প প্রথম অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্র ৫.২৩ অর্থাৎ ৫.২। সেই কম্পনে আসাম রাজ্য লাগোয়া পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা সহ উত্তরবঙ্গ কেঁপে ওঠে। তবে আজ ভূমিকম্পের কম্পন মাত্রা কম থাকার কারণে সেরকম কোন বড়সড় ক্ষতি হয়নি বলে জানা গেছে। এছাড়াও আজকের ভূমিকম্প কম্পনের স্থায়ীত্ব স্বল্প সময়ের থাকায় বহু মানুষ বুঝতে পারেননি। কিন্তু যারা বুঝতে পেরেছেন আতঙ্কে শিউরে উঠছেন।
প্রসঙ্গত ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) টুইটার পোস্টের মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী
বুধবার সকালে আসামের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর অঞ্চলে (আসাম-মেঘালয় সীমান্তের নিকটে) রিখটার স্কেলে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এই ভূমিকম্পটি ১৪ কিলোমিটার গভীরতায় ০৮:৪৫:২৫ IST তে এসেছিল। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল লক্ষীপুর, গোয়ালপাড়া, আসামের ৯ কিমি এবং তুরা, মেঘালয়ের ৭১ কিমি উত্তরে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *