অটো ভাড়া কমানোর দাবিতে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: মঙ্গলবারের পর আজ বুধবার ফের অটো ভাড়া কমানোর দাবিতে পথ অবরোধ করে পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা নাগাদ মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট হরিশ চন্দ্র হাই স্কুলের সামনের রাস্তায় ঘন্টাখানিক পথ অবরোধ করে। পুলিশ এসে পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেয়। পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দা বাবলা বর্মন জানান, হাজরাহাট মাথাভাঙ্গা রাস্তাটি মাত্র ৯ কিমি দূরত্ব। লক ডাউনের আগে সব কিছু ঠিকঠাক থাকলেও এখন অটোতে চলাই দুষ্কর হয়ে পড়েছে। একদিকে সরকারি বিধিনিষেধকে উপেক্ষা করে অটো চলছে এবং অন্যদিকে যাওয়া আসা ভাড়া ৬০ টাকা পড়ছে। ছাত্র থেকে স্থানীয় বাসিন্দাদের চলাফেরা একপ্রকার দুষ্কর হয়ে গেছে। তাই এদিন দ্বিতীয় দিনে পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দারা প্রায় তিন ঘন্টা পথ অবরোধ করেন বলে জানান তারা। তারা আরও জানান গত কাল পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং আমাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হয় বুধবার সকাল ১০টায় অটো ইউনিয়ন এবং পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দারা মিলে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সঙ্গে থাকবে পুলিশ। সেই আশ্বাস মত মঙ্গলবার অবরোধ কারীরা অবরোধ তুলে নেয়।বুধবার গতকালের সিদ্ধান্ত অনুযায়ী অবরোধকারীরা হাজরাহাট পুলিশ ক্যাম্পে আলোচনার জন্য উপস্থিত হয় দীর্ঘক্ষন অপেক্ষা করার পরেও অটো ইউনিয়ন থেকে কেউ না আসায় তারা ফের পথ অবরোধে সামিল হয়।পরবর্তীতে প্রায় ৩ ঘন্টা পথ অবরোধ চলে এবং অটো ইউনিয়নের পক্ষ থেকে ২০ টাকা করে ভাড়ার কথা বললে পথ অবরোধ তুলে নেয় পড়ুয়া সহ স্থানীয়রা। এমনটাই জানান স্থানীয় বাসিন্দা এবং পড়ুয়া বাবলা বর্মন।