রাজনৈতিক হিংসায় আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে জাতীয় মানবধিকার কমিশনের প্রতিনিধি দল

রাহুল দেব বর্মন, দিনহাটা- বৃহস্পতিবার দিনহাটা ২ নম্বর ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের খারিজা দশগ্রাম এলাকায় বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্যা ভারতী নন্দীর বাড়িতে দুপুর ১২টা নাগাদ পৌঁছান জাতীয় মানবধিকার কমিশনের দুজনের প্রতিনিধি দল।প্রসঙ্গত গত ৪ই মে, তৃনমূল পঞ্চায়েত সদস্যা ভারতী নন্দীর বাড়ি ভাঙচুর,গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এমনকি বোমাবাজির ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনা নিয়ে পরিবারের সদস্যরা তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করলেও অপর গোষ্ঠীর নেতৃত্বরা সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। পরিবারের সদস্যরা আরও অভিযোগ করে বলেছেন,যে দিনহাটা বিধানসভা নির্বাচনে নিশীথ প্রামানিক জয়ী হওয়ার কারণে তারা নাকি বিজেপির হয়ে কাজ করেছেন এই অভিযোগে তাদের উপর হামলা চালায় তৃণমূলের অপর গোষ্ঠী।এই নিয়ে রাজনৈতিক চাপানউতর সৃষ্টি হয়। তবে আজ সেই সব চাপানউতর এর মাঝে আজ সেই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে জাতীয় মানবধিকার কমিশন প্রতিনিধি দল আসায় রাজনৈতীক ভাবে উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠেছে। কারণ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে রাজনৈতিক হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি পরিদর্শন করেছিলেন জাতীয় মানবধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা।আর্ এই নিয়েই শাসক দল বারংবার অভিযোগ তুলেছিলেন যে শুধু আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে কেন যাবেন মানবধিকার কমিশনের প্রতিনিধিরা,আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতে কেন নয়। তবে সেই অভিযোগের মাঝে আজ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে জাতীয় মানবধিকার কমিশনের প্রতিনিধি দল আসা নিয়ে বিশেষ তাৎপর্য বহন করেছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *