আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিল মালদার আম

নিউজ ডেস্ক,মালদা: কাতারের দোহায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে নজর কাড়লো মালদার আম। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক এই উৎসবে মালদার ফজলি নেংরা, লক্ষণভোগ সহ ৮ প্রজাতির আম অংশ নিয়েছিল। বিশ্ববাজারে মালদার আমকে তুলে ধরার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছিল। সেইমতো মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা থেকে আট প্রজাতির আম পাড়ি দিয়েছিল সুদূর কাতারের দোহায়। বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই আম উৎসব। এই বিষয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা পশ্চিমবঙ্গ রপ্তানিকারক সংস্থার রাজ্য সম্পাদক উজ্জল সাহা জানান,
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অপেডার সহযোগিতায় মালদার জগৎবিখ্যাত ফজলি, ন্যাংড়া, লক্ষণভোগ সহ আট প্রজাতির আম পাড়ি দিয়েছিল সুদূর কাতারে‌। প্রতিযোগিতামূলক এই উৎসবে অংশ নিয়ে নজর কাড়ে মালদার আম। ইতিমধ্যে মালদার আমের কদর বেড়েছে আন্তর্জাতিক আমি উৎসবে। ফলস্বরূপ আরও দুই কন্ট্রেনার আমের বরাত পাওয়া গেছে। উজ্জ্বল বাবু আরও জানান, অদূর ভবিষ্যতে আরও বেশি করে
মালদার আমের বাজার যাতে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে তার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *