চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খুশি হলদিবাড়ির সমর্থকরা
অপু দেবনাথ,হলদিবাড়ি: ২৮ বছরের খরা কাটিয়ে ট্রফি উঠে এলো আর্জেন্টিনার হাতে । ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল লা আলবিসেলেস্তেরা। সেটাই ছিল দিয়েগো মারাদোনার দেশের বড় মঞ্চে শেষ আন্তর্জাতিক ট্রফি। মাঝে শুধু লিওনেল মেসিরা অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। যদিও অলিম্পিক্সের ফুটবলকে কখনও কুলীন তকমা দেওয়া হয়নি। কারণ, অলিম্পিক্সে বেশিরভাগ দেশই অনভিজ্ঞ এবং উঠতি ফুটবলারদের পাঠায়। মাঝের ২৮ বছরে সাতটি ফাইনাল খেলেছে আর্জেন্তিনা। কিন্তু বারবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অবশেষে মারাকানায় মোক্ষলাভ। নেমার দয় সিলভা স্রান্টোস জুনিয়রের ব্রাজিলকে ১-০ হারিয়ে ট্রফি জিতলেন মেসিরা। তাই রবিবার ভোর সকালে হলদিবাড়ি স্টেশন রোডে আর্জেন্টিনার সমর্থকরা উল্লাসে নাচ,গান সহ আবির নিয়ে একে অপরকে মাখাতে ব্যাস্ত । এতদিন ধরে রাত জাগা বাঙালি প্রিয় দলের সেরা খেলা উপহার পেয়েছেন । হয়তো আজকে কাপ না জিতলে অবাক হওয়ার মতো কিছু না থাকলেও আনন্দ উৎসব পালিত হতো না বাঙালিদের । ২৮ বছর পর কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা । তাই সকালে আর্জেন্টিনার সমর্থকরা নাচ,গান, হইহুল্লোড়ে ঘুম ভাঙলো হলদিবাড়ি শহরের মানুষের । এই দিন উপস্থিত ছিলেন – সাহেব হোসেন , সঞ্জীব চৌধুরী , রাজীব শর্মা , রিক গোস্বামী , বুবাই সরকার , সায়ান সরকার , সৌভিক দাস , সোহান দাস , প্রীতম ভদ্র , আরিফ রহমান , সুরোজ রায় , অনুরূপ রায় সহ অন্যান্যরা।