অরণ্য সপ্তাহ উদযাপন হলদিবাড়িতে
অপু দেবনাথ, হলদিবাড়ি: ১৪ জুলাই থেকে ২০ জুলাই উদযাপিত অরণ্য সপ্তাহের শেষ দিনে বৃক্ষ রোপন করা হল হলদিবাড়িতে । মঙ্গলবার বিকেলে হলদিবাড়ি পৌরসভার এলাকার ক্ষুদিরাম পল্লী ও অরবিন্দ কলোনীর খেলোয়াড়দের যৌথ উদ্যোগে হলদিবাড়ি হাই স্কুলের খেলার মাঠের পাশে কিছু গাছের চারা রোপন করে । এই দিন খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন – সুপ্রিয় সরকার , জয়ন্ত দে , সানু মহম্মদ , অরিন্দম দাস , মৈনাক কুন্ডু। ক্ষুদিরাম পল্লী এলাকার খেলোয়াড় অরিন্দম দাস বলেন – আজ হচ্ছে অরণ্য সপ্তাহের শেষ দিন তাই আমরা ক্ষুদিরাম পল্লী এবং অরবিন্দ কলোনীর খেলোয়াড়রা যৌথ উদ্যোগে কিছু চারা গাছ আমরা হলদিবাড়ি হাই স্কুলের খেলার মাঠের পাশে রোপন করলাম । আমাদের পরিবেশের দূষণ বেড়ে যাচ্ছে তাই গাছ না লাগলে হয় না । তাই এই দূষণ থেকে রক্ষার জন্য আমাদের প্রত্যেকে গাছ লাগানো দরকার তাই আজ অরণ্য সপ্তাহের শেষ দিনে কিছু চারা গাছ লাগালাম । মাঠের সিনিয়ার কোচ জয়ন্ত দে বলেন – পরিবেশ রক্ষার মূল চাবি কাঠি হলো বৃক্ষ রোপন ও বৃক্ষ সংরক্ষণ । বৃক্ষ রোপন ও বৃক্ষ সংরক্ষনের জন্য কোনো নির্দিষ্ট তারিখ বা কোনো সময়সীমার প্রয়োজন হয় না । কিন্তু এই চেতনা মানুষের মধ্যে স্থায়ী ভাবে স্থাপনের জন্য প্রত্যেক বছর ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেশের প্রতিটি জায়গায় পালিত হয় অরণ্য সপ্তাহ । আজ ২০ জুলাই অরণ্য সপ্তাহের শেষ দিনে আমার কিছু চারা গাছ রোপন করলাম । মাঠের কোচ সুপ্রিয় সরকার বলেন – করোনা পরিস্থিতিতে অক্সিজেন কি মূল্য তা আমরা সবাই বুঝে গেছি । আমরা যদি পরিবেশের যত্ন করি তবেই আমরা আমাদের শরীর এবং স্বাস্থ্য ও নিজেকে আরও ভালো করে তুলতে পারি।