পাখির বাসা ও চারা গাছ বিতরণ করল এক স্বেচ্ছাসেবী সংগঠন
অপু দেবনাথ, হলদিবাড়ি: জলপাইগুড়ি লোকহিতৈষী এনজিওর পক্ষ থেকে মঙ্গলবার সেভ ট্রিস সেভ বার্ডস কর্মসূচি করেন । সবুজায়নের লক্ষ্যে এবং বাস্ততন্ত্রের ভারসাম্য রক্ষায় জলপাইগুড়ি লোকহিতৈষী এনজিও ধারাবাহিকভাবে কাজ করে চলেছে । সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে অরণ্য সপ্তাহ পর্যন্ত তারা বৃক্ষ রোপনের পাশাপাশি পথচারীদের মধ্যে ৫০০ চারাগাছ বিতরণ করেছে । জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পথচারীদের মধ্যে চারাগাছ বিলির সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে সচেতন করার প্রচার করে । ইট, পাথর, কংক্রিটের জঙ্গল শহরাঞ্চলের অনিয়ন্ত্রিত ভাবে গাছ কাটার ফলে পাখিরা তাদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে ফেলেছে । তাই প্রকৃতিক উপাদান দিয়ে পাখির বাসা তৈরি করে তারা জলপাইগুড়ি শহরের উঁচু বিল্ডিং ও গাছে পাখির বাসা স্থাপন করে । এছাড়াও পাখির বাসা গুলো ও গাছের চারা গুলো জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বিতরণ করে । এই পাখির বাসা গুলি কয়েকজন স্বেচ্ছাসেবক শিক্ষক কর্মশালা করে ছাত্র ছাত্রীদের দিয়ে এগুলি তৈরি করেছে । এই দিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন – প্রতাপ নিয়োগী, অনিন্দিতা নিয়োগী , স্বাগত ভৌমিক, সুমন রায় , সৌরভ রায় ।