আমগুড়িতে চৌকিদারের স্মরণ সভা তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি, ২৩ জুলাই : আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের অবসর প্রাপ্ত চৌকিদারের স্মরণ সভা পালিত হলো শুক্রবার। আমগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং ধওলাগুড়ি ১৬/২৫ বুথ কমিটির পক্ষ থেকে এই স্মরণ সভা করা হয়। জানা গেছে, আমগুড়ি গ্রাম পঞ্চায়েতে চৌকিদারের কাজ করতেন ধওলাগুড়ি গ্রামের বাসিন্দা তরণী কান্ত রায়। উল্লেখ্য, ব্রিটিশ শাসনকালে ১৮৭০ সালে গ্রাম পঞ্চায়েত পরিচালিত হতো চৌকিদারদের দিয়ে, সে সময় পাঁচজন সদস্যকে নিয়ে পঞ্চায়েত গঠিত হতো। গ্রামে আইনশৃঙ্খলা রক্ষা করা তাঁদের কাজ, গ্রামের যেকোন ঘটনা পুলিশকে জানাতো চৌকিদাররা। স্বাধীনতার পর ভারতে চৌকিদারী ব্যবস্থার অস্তিত্ব ছিল। গ্রামের যেকোন ঘটনা থানায় জানাতো চৌকিদাররা। আমগুড়ির
ছিয়ানব্বই বছরের প্রবীণ স্বর্গীয় তরণী কান্ত রায় সেই সুবাদে গোটা এলাকায় চৌকিদার নামেই অধিক পরিচিত ছিলেন। গত সোমবার সকাল আনুমানিক ৭টা নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে বয়স জনিত নানা ধরণের শারীরিক সমস্যায় ভুগছিলেন তরণী কান্ত রায়। সোমবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপরেই এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। তিনি বলেন, “দীর্ঘদিন আমগুড়ি গ্রাম পঞ্চায়েতে চাকরি করেছিলেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

শুক্রবার আমগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং ধওলাগুড়ি ১৬/২৫ বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তরণী কান্ত রায়ের স্মরণ সভা করা হয়। এই স্মরণ সভায় এদিন পরিবারের সদস্যরা ছাড়াও ধওলাগুড়ি ১৬/২৫ এর পঞ্চায়েত সদস্য শঙ্কর রায়, অঞ্চল কমিটির সদস্য দীনেশ রায়, প্রকাশ চন্দ্র রায় সহ প্রমুখরা। এদিন ১ মিনিট নীরবতা পালন করা হয়। তাছাড়াও তরণী কান্ত রায়ের জীবন সম্পর্কেও আলোচনা করেন তৃণমূল সদস্যদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *