মৌন মিছিল এবং সাফাই অভিযান নয়ারহাট বাজারে
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,২৪ জুলাই: মৌন মিছিল এবং সাফাই অভিযান করল নয়ারহাট ব্যবসায়ী সমিতি। শনিবার সকাল ৮ টায় মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট বাজারে মৌন মিছিল করে ব্যবসায়ী সমিতির সদস্যরা। সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মন জানান, গত সোমবার বাজারের শৈলেন্দ্র প্রসাদ পাল নামে এক ব্যবসায়ী বয়স্ক জনিত কারণে মৃত্যু হয়। তার আত্মার শান্তি কামনা করে এদিন নয়ারহাট বাজারে এক মিনিট নীরবতা পালন সহ মৌন মিছিল করা হয় বলে তিনি জানান।
অন্যদিকে এদিন দুপুরবেলা সংশ্লিষ্ট বাজারে সাফাই অভিযান করে সমিতি। সমিতির কোষাধ্যক্ষ দীলিপ কুমার বর্মন জানান, বাজারের নোংরা আবর্জনা পরিষ্কার ধারাবাহিকভাবে চলবে। কোন রকমেই নোংরা আবর্জনা জমে থাকতে দেওয়া হবে না বলে স্থানীয়দের আশ্বাস দেন।