রাজনৈতিক নাটকীয়তার ইতি নাজিরহাট পঞ্চায়েত প্রধান রেহেনা সুলতানকে ১০দিনের মধ্যে পদত্যাগের নির্দেশ ব্লক সভাপতির

রাহুল দেব বর্মন, দিনহাটা :
প্রসঙ্গত গত ১১জুন দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রেহেনা সুলতানার বিরুদ্ধে অনাস্থার অভিযোগ এনে সাহেবগঞ্জ BDO রস্মিদীপ্ত বিশ্বাসকে লিখিত অনাস্থা স্বারকলিপি প্রদান করেন। এরপর গত ২৫ শে জুন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ সহ ব্লক তৃণমূল দলীয় নেতৃত্বদের নিয়ে আলোচনায় সিদ্ধান্ত হয় যে দিনহাটা বিধানসভা উপ নির্বাচন না হওয়া অবধি বর্তমান প্রধান বহাল থাকবেন। কিন্তু এরপরেও গতকাল অনাস্থা জানানো ৯ পঞ্চায়েত সদস্য দিনহাটা ২ নম্বর ব্লক BDO অফিস সাহেবগঞ্জে BDO সাহেবের কাছে স্বাক্ষর ভেরিফিকেশন করতে গেলেও ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। তবে দলীয় নেতৃত্ব বারংবার বর্তমান প্রধান রেহেনা সুলতানাকে সকলের সাথে ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে কাজ করার কথা বলেছিলেন তথাপিও সেই কাজ না হওয়ায়। আজ দিনহাটা শহরের পৌরসভা ভবনে দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূলের দলীয় নেতৃত্বদের নিয়ে বিশেষ বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল সহ সভাপতি উদয়ন গুহ। বৈঠক শেষে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে ব্লক তৃণমূল সভাপতি বিষ্ণু কুমার সরকার এই নির্দেশিকা জারি করেন। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ১০ দিনের মধ্যে প্রধান রেহেনা সুলতানা যেন পদত্যাগ করেন। এ বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি বিষ্ণু কুমার সরকারকে ফোন করা হলে জানান দলীয় নেতৃত্বদের সিদ্ধান্ত নিয়েই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
তবে রাজনৈতিক মহলের ধারণা দিনহাটা বিধানসভা উপ নির্বাচনের আগে শাসকদলের গোষ্ঠীকোন্দল যাতে বেড়ে না যায় সেই রাশ টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *