পুকুর থেকে ১০ টি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়িতে
সৌমিত্র বর্মন, ফুলবাড়ি: পুকুর থেকে ১০ টি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়িতে।রবিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলের মরিচবাড়ি বড়ো দীঘির পাড় এলাকার একটি পুকুর থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এরপর রাত ৯ টায় বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায় ঘোকসাডাঙা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন মরিচবাড়ি বড়ো দীঘির পাড়ে পুকুরে পাট জাগ দেওয়ার কাজ চলছিল।পুকুর থেকে কোদাল দিয়ে মাটি তোলার সময় এক ব্যক্তির কোদালে উঠে আসে একটি বোমা।খবর জানাজানি হতেই উৎসুক জনতা পুকুরপাড়ে ভিড় জমান।মানুষের মনে সন্দেহ হওয়ায় এক ব্যক্তি পুকুরে নেমে আরও বেশ কয়েকটি বোমা ডাঙ্গায় তুলে নিয়ে আসে।এরপর বোমা গুলি এক জায়গায় জড়ো করে একটি ব্যাগে রেখে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘোকসাডাঙ্গা পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ির মরিচবাড়ি বড়ো দীঘির পারের একটি পুকুর থেকে ১০ টি বোমা উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।