ফ্রি মেডিকেল ক্যাম্প বসাক টারিতে

অপু দেবনাথ, হলদিবাড়ি: হলদিবাড়ি রেড ক্রস সোসাইটির ও ১৪৮ নং ব্যাটেলিয়ন এর সহযোগিতা ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হল চ্যাংরাবান্ধা ১৪৭ ভোটবাড়ি বসাক টারিতে । রবিবার ফ্রি ক্যাম্পে প্রায় ২০০ জনের উপর মহিলা , পুরুষ এবং শিশু রোগীর চিকিৎসা প্রদান করা হয় । এই দিন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কোম্পানি কমান্ডার আর . কে শেঠি উপস্থিতিতে এবং চিকিৎসক ডাঃ মহ: আগাজ এবং ডাঃ নিলীমা মেডিক্যাল অফিসার বি.এস.এফ রোগীদের চিকিৎসা প্রদান করেন । রেড ক্রশের পক্ষ থেকে রোগী সহায়তায় যুক্ত ছিলেন – প্রদীপ কুমার দে , মন্টু রায় , যুগল কিশোর আগরওয়াল , সুশীল ঘোষ , অশোক সাহা , ববি কর্মকার , আলম , সাজু , মজিবর সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *