তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে সচেতনতা শিবির
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ব্যাবস্থাপন ধালাবাড়ি এলাকায় Covid এর তৃতীয় ঢেউ রুখবার জন্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।করোনা তৃতীয় ঢেউ মোকাবিলা করার জন্য করোনা যাবতীয় বিধি সম্পর্কে আলোচনা হয়। সচেতনা শিবিরে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল মোতালেব মহাশয় , মিন্টু রায়, সংঘের নেত্রী প্রভাতী রায়,গ্রাম পঞ্চায়েত সহায়ক অনুতোষ দত্ত , অপ্তাবুল আলম, সঞ্জয় রায়, দক্ষিণ hanskhali PHE ফার্মাসিস্ট , খায়রুল হক, আব্দুল লতিফ, জহিরুল হক, একরামুল হক