শহীদ বেদীতে মাল্য প্রদান
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: গোর্খাল্যান্ড আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরই 27 শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় পাহাড়জুড়ে। এ বছরও সামান্য ভাবে পাহাড় জুড়ে পালিত হল শহীদ দিবস। 35 তম শহীদ দিবস উপলক্ষে এদিন বিমল গুরুং পন্থী মোর্চার তরফেও শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে কালিম্পঙে 11 মাইলের শহীদ বেদীতে শহীদ দিবস পালনের আয়োজন করা হয়। এরিন শহীদ বেদীতে খাদা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। এছাড়াও মোর্চার অন্যান্য নেতাকর্মীরা একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।