বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিউজ ডেস্ক,মালদা:একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বুধবার মালদা জেলার হবিবপুর ব্লকের যাদব নগর এলাকায় আয়োজন করা হল বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয় রোগীদের। এই বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার মালদা জেলার কো-অর্ডিনেটর মনোজ কুমার দাস জানান, বিগত ২০০০ সাল থেকে তারা এই ধরনের কাজ করে আসছেন। মালদা জেলায় মূলত দুটি ব্লকে তারা এই কর্মসূচি নিয়েছেন। পুরাতন মালদা এবং হবিপুর ব্লক। ১০০ টিরও বেশি গ্রাম বেছে নেওয়া হয়েছে যেখানে এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে এবং তাদের পাইলট প্রজেক্ট এর উপর কাজ করা হবে‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *