কেন্দ্রীয় সরকারের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পাইলেন অনন্ত মহারাজ, কোচবিহার ফিরিবেন আজি

রাহুল দেব বর্মন, কোচবিহার : শুক্রবার কোচবিহার বড়গিলা রাজবাড়ীত কেন্দ্রীয় সরকারের ওয়াই ক্যাটাগরী নিরাপত্তা নিয়া ফিরিবেন গ্রেটার নেতা অনন্ত রায় (মহারাজ)।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় প্রত্যক্ষভাবে বিজেপিক সহযোগিতা না করিলেও পরোক্ষভাবে বিজেপিক সহযোগিতা করিসিলেন অনন্ত রায় (মহারাজ) পন্থী গ্রেটার সমর্থক গিলা। সেই কারণে উত্তরবঙ্গত বিধানসভা নির্বাচনত ভাল ফলাফল করে বিজেপি। যদিও রাজ্যত সরকার গঠন করিতে সক্ষম হয় নাই। এরপর দীর্ঘদিন জনসমক্ষত না আসিলেও কোচবিহার বড়গিলা রাজবাড়ীত থাকাকালীন অনন্ত রায়ের (মহারাজের) সঙ্গে বেশ কয়েকবার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বর্তমান রাজ্য তৃণমূল সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ দেখা করিবার গেইসিলেন। সেই দেখা করার বিষয় নিয়াও শুরু হয় রাজনৈতিক তরজা। তাহলে কি এমা বিজেপি ঘনিষ্ঠতা ছাড়ি তৃণমূলের সাথত যাছেন এইসব প্রশ্ন উঠা শুরু করে। বিশেষ করি সেই প্রশ্ন আরও প্রবল হয়া উঠে গোসানিমারির কামতেস্বরী মন্দিরত পুজা দিবার সময়। সেই সময় এমার সাথত সাক্ষাৎ হয় তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। পাশাপাশি সেই সময় গ্রেটার নেতা অনন্ত রায়(মহারাজ) এর সাথত রাজ্য পুলিশের নিরাপত্তাও ছিল। রাজ্য পুলিশের নিরাপত্তা থাকা নিয়াও রাজনৈতিক মহলত গুঞ্জন উঠে যে তাহলে কি এমা রাজ্য সরকারের ঘনিষ্ঠ হয়া যাছেন দিনের পর দিন। কিন্তু এরপর হঠাৎ দিল্লি চলি যান অনন্ত মহারাজ, দেখা করেন কোচবিহারের সাংসদ তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সঙ্গে। উত্তরবঙ্গত রাজবংশী ভোট ধরি রাখার বাদে শেষমেশ অনন্ত মহারাজের তানে ওয়াই ক্যাটাগরী নিরাপত্তার ব্যবস্থা করিল কেন্দ্রীয় সরকার।

গ্রেটার নেতার সাথত দেখা গেইসে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অন্যতম নেত্রী নমিতা বর্মনকও। অনন্তবাবু শুক্রবার দিল্লী থাকি কেন্দ্রীয় সরকারের ওয়াই ক্যাটাগরী নিরাপত্তা নিয়া কোচবিহার ফিরিবেন বুলি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সূত্র মারফত জানা গেইসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *