স্মারকলিপি প্রদান করল এস.ইউ.সি.আই
অপু দেবনাথ, হলদিবাড়ি: করোনার কারণে দীর্ঘদিন থেকে বন্ধ হলদিবাড়ি থেকে সমস্ত রকম লোকাল ট্রেন পরিষেবা । অবিলম্বে পুনরায় ট্রেন চালুর দাবীতে হলদিবাড়ি স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল এস.ইউ.সি.আই ।
রবিবার দলের পক্ষ থেকে হলদিবাড়ি স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।
এস.ইউ.সি.আই দলের হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক রুহুল আমিন সরকার বলেন, করোনার কারণে দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে রয়েছে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। যার ফলে বিশেষ করে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী, ব্যবসায়ীসহ সরকারি চাকুরিজীবীরা। আমরা চাই করোনা বিধি মেনে অবিলম্বে হলদিবাড়ি থেকে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু করা হোক সেইসঙ্গে দার্জিলিং মেলের জেনারেল কোচ, তিস্তা তোর্সা ট্রেন পুনরায় চালু করার দাবি রাখছি আমরা।