চাকরি স্থায়ীকরণের দাবিতে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতিকে স্মারকলিপি আংশিক সময়ের শিক্ষকদের

মহাদেব প্রামাণিক, ময়নাগুড়ি: ষাট বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা ও সরকার কর্তৃক আর্থিক দায়ভার গ্রহণের দাবি সহ চাকরিতে পুনর্নিয়োগের দাবিতে পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন স্মারকলিপি দিল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মহুয়া গোপের হাতে। মঙ্গলবার জেলা তৃণমূল কার্যালয়ে সংগঠনের জলপাইগুড়ি জেলার সদস্যরা মহুয়া গোপের হাতে স্মারকলিপি তুলে দেন।

উল্লেখ্য, বামফ্রন্ট শাসনের শেষ দশকে বিদ্যালয়গুলিতে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয়। বিদ্যালয় পরিচালন সমিতির মধ্য দিয়ে আংশিক সময়ের শিক্ষকদের নিয়োগ করা হয়। বিভিন্ন বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষকেরা পঠণপাঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে তাঁদের সাম্মানিক প্রদান করা হয়।

তবে, করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় অনেক বিদ্যালয় কর্তৃপক্ষ আংশিক সময়ের শিক্ষকদের মাসিক সাম্মানিক প্রদান বন্ধ রেখেছে। এর জেরে আংশিক সময়ের শিক্ষকরা পরিবারের ভরণপোষণ চালাতে পারছেন না। জানা গিয়েছে, বিদ্যালয়ের পরিচালন কমিটি ঐ শিক্ষকদের মাসিক এক থেকে তিন হাজার টাকা সাম্মানিক প্রদান করে। ইতিপূর্বে বিকাশ ভবণ ও নবান্নে আংশিক সময়ের শিক্ষকরা তাঁদের দাবির কথা লিখিত আকারে জানিয়েছেন। কিন্তু সরকার কোন রকম পদক্ষেপ করেনি বলে সংগঠনের সদস্যদের অভিমত।

” জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপের হাতে চাকরির স্থায়ীকরণ, পুনর্নিয়োগ ও সরকারের কাছে ন্যূনতম বেতনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে জলপাইগুড়ি জেলার আংশিক সময়ের শিক্ষকরা।
তাপস রায় বলেন, “তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপের কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেই এবং আমাদের সমস্যা নিয়ে ওনাকে জানাতে একটা স্মারকলিপি দেই। বিষয়টি শুনে উনি চিন্তাভাবনা করবেন বলেছেন।” এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি‌ জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ” সদ্য সংগঠনের দায়িত্বে এসেছি, অনেকেই সংবর্ধনা দিতে আসছে। ওরা সৌজন্য সাক্ষাৎ করতে আমার কাছে এসে সংবর্ধনা দেয় এবং ওদের সমস্যার কথা বলে।” আংশিক সময়ের শিক্ষকদের সমস্যার বিষয়টি দেখবেন বলে তিনি শিক্ষকদের বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *