যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কুশিয়ারবাড়িতে
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৪ আগস্ট : -যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কুশিয়ার বাড়িতে।ওই যুবতীর নাম শুক্লা অধিকারী (১৭)। মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।
জানা যায়,মাথাভাঙ্গা ২ নং ব্লকের কুশিয়ারবাড়ি এলাকার বাসিন্দা পবিত্র অধিকারী কর্মসূত্রে দুবাই কে থাকেন।বাড়িতে থাকেন এক মেয়ে ও ছেলে সহ তার পত্নী।মঙ্গলবার সকালবেলা শুক্লার মা অনেক ডাকাডাকির পরেও দরজা না খুললে প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন তার মেয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মঘাতী হয়েছেন।খবর চাউর হতেই প্রতিবেশীরা ভিড় জমান শুক্লার বাড়িতে। খবর পেয়ে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুলিশ।