ফাইনাল খেলা অনুষ্ঠিত হল লাটাগুড়িতে
এমডি রাসেল, ক্রান্তি: বৃহস্পতিবার ক্রান্তি ব্লকে লাটাগুড়িতে খেলা হবে দিবসের ফাইনাল খেলা অনুষ্টিত হল।একদিকে ছিল রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধোলাবাড়ি পল্লী যুব ক্লাব অপরদিকে কৈলাশপুর চা বাগান।নির্ধারিত সময়ে এক এক গোল করায় ট্রাইবেকারে ধোলাবাড়ি পল্লী যুব ক্লাব ৪-৩ গোলে জয়ী হয়।এদিনের খেলাতে বৃষ্টিকে উপেক্ষা করে দর্শক ছিল মাঠের কানায় কানায় ভর্তি। আয়োজকদের পক্ষ থেকে মেহেবুব আলম জানান যে আগামী দিনে ক্রান্তি ব্লকের ৬ অঞ্চলে আলাদা করে খেলা দিবস পালন করে অঞ্চল ভিত্তিক খেলা দেওয়া হবে বলে ঘোষণা করেন। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মহুয়া গোপ, ব্লক সভাপতি মেহেবুব আলম, পদ্দশ্রী করিমুল হক,ক্রান্তি পঞ্চায়েত সমিতি সভাপতি পঞ্চানন রায়,৬ টি অঞ্চল প্রধান,কেশব রায়,কহিনুর ইসলাম,করুণামায় চক্রবতী।