পাঁকা সেতুর দাবি ঘাটপাড় সরুগাঁওয়ে
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটাঃ দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে থাকা বাঁশের সাঁকো দিয়ে যাতায়ত করতে হয় গ্রামবাসীদের। এবার প্রশাসনের কাছে পাঁকা সেতুর দাবি তুলল ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ অঞ্চলের ঘাটপাড় সরুগাঁও গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, খগেনহাট – ধূপগুড়ি সড়কের ওপর ঐ গ্রাম পঞ্চায়েতের হরির মোড়ের কাছে বারবাঁক নদীর ওপর দূর্বল বাঁশের সেতুর ওপর দিয়ে যাতায়ত করতে হয় গ্রামবাসীদের। সোজা পথে গ্রামে ঢোকার মূল রাস্তার ওপর বাঁশের সাঁকোর পরিবর্তে গ্রামবাসীরা পাঁকা সেতুর দাবি তুলেছেন প্রশাসনের কাছে। গ্রামের বাসিন্দারা বলেন, প্রতি বছর বাঁধ সাঁকো তৈরি করে যাতায়ত করতে হয়, বর্ষায় নদীর জল বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকবার বাঁশের সাঁকো নদীর জলে ভেসে গিয়েছে। প্রশাসনের কাছে পাঁকা সেতুর দাবি জানানো হয়েছে। কিন্তু দাবি এখনও পূরণ হয়নি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কবিতা রায় বলেন, বাসিন্দারা সেতুর দাবি করেছেন, আমরা তাদের দাবি উপর মহলে জানিয়েছি। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্যা তথা ঐ এলাকার জেলা পরিষদ সদস্যা তনুশ্রী রায় বলেন, বাসিন্দাদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনেছি। জেলা পরিষদে তাদের দাবির কথা পাঠানো হয়েছে। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার বলেন, বারবাঁক নদীতে পাঁকা সেতু তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। আমরা ইতিমধ্যে কাজের পরিকল্পনা প্রস্তাব আকারে পাঠিয়েছি। জেলা পরিষদের কাজে অর্থ বরাদ্দ হলেই আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শুরু করব।