আলোচনায় স্কুল খোলার জন্য সায় দিয়েছেন শিশুরা
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: কোচবিহার জেলা চাইল্ড লাইনের পক্ষ থেকে ফলিমারি আক্রাহাট বন্দর এলাকায় শিশুদের নিয়ে ওপেন হাউস প্রোগ্রাম অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে শিশুদের অধিকার ও সমস্যা সমাধান নিয়ে আলোচনা হয়। শিশুরা আলোচনায় অংশ গ্রহণ করে। তাঁরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এলাকার বাল্য বিবাহ, মিড ডে মিল, স্কুল প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্ন, লকডাউন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় স্কুল খোলার পক্ষে শিশুরা সায় দিয়েছেন। উক্ত অনুষ্ঠানে ২৫ জন শিশু আলোচনায় অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন চাইল্ড লাইনের নিখিল চন্দ্র রায়, সুপর্ণা রায়, শিক্ষক দুলাল চন্দ্র রায়।