সার্কেল কমিটি গঠন হলদিবাড়িতে
অপু দেবনাথ, হলদিবাড়ি: বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির হলদিবাড়ি সার্কেল সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার হলদিবাড়ি শহরে । সম্মেলনের মধ্য দিয়ে নতুন সার্কেল কমিটি হয়। গতবারের সভাপতি শংকর দেবদাসের পরিবর্তে এবার শম্ভু বণিক সভাপতি হন। সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয় আব্দুল জলিল সরকারকে। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিপিটিএর সভাপতি শ্যামল রায় ,কোচবিহার জেলা সম্পাদক পার্থ প্রতীম ভট্টাচার্য্য। অবিলম্বে করোনা বিধি মেনে বিদ্যালয়ে পঠনপাঠন চালু ,উৎসশ্রী পোর্টালে সকল আবেদনকারীকে বদলির দাবি সহ নানান দাবিতে সম্মেলন হয়। পার্থ প্রতীম ভট্টাচার্য্য জানান,বিগত ১৮ মাস ধরে বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ। পড়ুয়ারা শিক্ষা থেকে বঞ্চিত থাকার পাশাপাশি মানসিক অবসাদগ্রস্তও হয়ে উঠছে।দ্রুত বিদ্যালয় খুলতে হবে সরকারকে। হলদিবাড়ি চক্র সম্পাদক আব্দুল জলিল সরকার জানান,৮ জনের সার্কেল কমিটি গঠিত হয়েছে। আমরা শিক্ষা এবং শিক্ষকদের নানান সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করবো। শিক্ষকরা আমাদের সমিতির আন্দোলনে অংশগ্রহণ করে এগিয়ে আসবেন এই প্রত্যাশা রাখি । হলদিবাড়িতে শিক্ষকদের নানান সমস্যা নিয়ে আন্দোলন করছে একমাত্র বিপিটিএ।