নিখোঁজ থাকার ৩ দিন পর উদ্ধার পচা গলা মরা দেহা
নিজস্ব সংবাদদাতা , করণদিঘী
নিজস্ব সংবাদদাতা, করণদিঘী : উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত মোটাবাশ সংলগ্ন রাবণপুর গ্রামের ২৫ বছরের গাবুর চেংড়া মিঠুন মাহাতো টোটো সহ বিতা ১লা সেপ্টেম্বর সন্ধ্যা থাকি নিখোঁজ ছিল। বহু খুজাখুজির পরেও খোজ মিলে নাই উমার। ইয়ার পর করণদীঘি থানাত লিখিত অভিযোগ দায়ের করা হয়। নিখোঁজ থাকার ৩ দিন পর শনিবার পচা গলা মরা দেহা উদ্ধার হইল পার্শ্ববর্তী বিহার রাইজ্যের বলরামপুর থানার অন্তর্গত ঝলঝলি ইটভাটা রাস্তার নয়নজুলি থাকি
পরিবার সূত্রত জানা যায়, বিতা ১ লা সেপ্টেম্বর টুঙ্গিদিঘী বাসস্ট্যান্ড থাকি দুইঝন যাত্রী নিয়া বিহারের পাখে যায়। আর ওইদিন থাকিই টোটো সহ মিঠুনের খোঁজ পাওয়া যায় নাই। অনেক খুজাখুজির ৩ দিনপর শনিবার মরা দেহাটা উদ্ধার করা হয়।এই ঘটনার বাদে শোকের ছায়া নামি পড়ে গটা এলাকাত।
খবর পায়া ঘটনা থানত পৌঁছায় বিহারের বলরামপুর থানার পুলিশ । মরা দেহাটা উদ্ধার করি ময়না তদন্তের বাদে কাটিহার হাসপাতালত পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু করিসে বিহারের বলরামপুর থানা আর করনদিঘী থানার পুলিশ।
এলাকাবাসী সহ পরিবারের মানষিলার দাবি , ঘটনার পূর্ণ তদন্ত করে দুষ্কৃতীলাক কঠোর শাস্তি দেওয়া হোক।