রক্তের সংকট মেটাতে এগিয়ে এল তৃনমূল
অপু দেবনাথ,হলদিবাড়ি: ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে রক্ত দান শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি হলদিবাড়ি শাখা । রবিবার সীমান্তভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। জানা গেছে, জলপাইগুড়ি ব্লাড ব্যাংক থেকে আগত ডাক্তার দুরর্বাল গাঙ্গুলির নেতৃত্বে ছয় জনের একটি টিম এই রক্ত দান শিবিরটি পরিচালনা করে । তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির ব্লক সম্পাদক তমাল রঞ্জন রায় বলেন – করোনা আবহে রক্তের সংকট মেটাতে এই রক্ত দান শিবিরের আয়োজন । এদিনের শিবির থেকে মোট ৫৩ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় । এই দিনের রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন হলদিবাড়ির পৌরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন শঙ্কর কুমার দাস , মহিলা সহ সভানেত্রী নূপুর বর্মন , তৃনমূল ব্লক যুব সভাপতি মানস রায় বসুনিয়া , শিক্ষা সেলের সভাপতি তমাল রঞ্জন রায় সহ অন্যান্যরা।