বন্য প্রাণীদের নিয়ে সচেতনতা শিবির
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: জঙ্গল থেকে মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসে বন্যপ্রাণী। বিশেষত ডুয়ার্সের চা বাগান এলাকায় বন্যপ্রাণী ও মানুষের সংঘাত হতে দেখা যায়। বন্যপ্রাণী ও মানুষের এই সংঘাত রুখতে বুধবার সচেতনতা শিবিরের আয়োজন করা হলো
স্বেচ্ছাসেবী সংস্থা ভয়েস ফর এশিয়ান এলিফ্যান্ট সোসাইটির পক্ষ থেকে।
সেইসাথে বাগানের কিছু বাসিন্দাদের হাতে টর্চ লাইট তুলে দেওয়া হয়। এদিন ডুয়ার্সের মেটেলি ব্লকের নাকটি চা বাগানের জাহাজ বস্তি এলাকায় ওই শিবির করা হয়। উল্লেখ্য জাহাজ বস্তি এলাকায় মাঝেমধ্যেই হাতির উৎপাত হয়। এদিন উপস্থিত ছিলেন প্রজেক্ট কো অর্ডিনেটর তন্ময় মুখার্জী, মাল বন্যপ্রাণী বিভাগের কর্মী সহ অনেকে। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা।