মৌমাছি পালনে উদ্যোগ নিল ব্লক প্রশাসন
সুব্রত রায়,ধূপগুড়ি: জলপাইগুড়ি জেলা গ্রামোন্নয়ন দপ্তরের তরফে ও মেটেলি ব্লক প্রশাসনের সহযোগিতায় মেটেলি ব্লকের বিভিন্ন এলাকার ৩০ জন মহিলাকে মৌমাছি পালনের বাক্স দেওয়া হয়। চা বাগান ও গ্রাম্য এলাকার মহিলাদের মৌমাছি চাষের মাধ্যমে স্বনির্ভর করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, ওই ৩০ জন মহিলাকে এর আগে কার্শিয়াং এ দপ্তরের তরফে ৫ দিনের আবাসিক মৌমাছি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে বুধবার ওই সমস্ত প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের বাক্স দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গ্রামোন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিক রিচার্ড লেপচা, কার্শিয়াং প্রশিক্ষণ কেন্দ্রের প্রমোদ দাবি , মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা,জেলা পরিষদের সদস্যা আশ্রিতা লাকরা মুন্ডা সহ অনেকে।
মেটেলির বি ডি ও বিপ্লব বিশ্বাস বলেন,মৌমাছি চাষ করে মধু উৎপাদন করে মহিলারা যাতে স্বনির্ভর হয় তার জন্যই এই উদ্যোগ।মহিলাদের উৎপাদিত মধুর বাজারের ব্যবস্থ্যাও ব্লক প্রশাসনের তরফে করা হবে।
প্রশাসনের এহেন উদ্যোগে মহিলারা।