ঘাসফুলের আঁচে পুড়ে ছাই গৌড়হণ্ডের পদ্মফুল, দলীয় প্রধানকে অপসারণ বিজেপি সদস্যদের

চাঁচল,১১ সেপ্টেম্বর:

দলীয় সদস্যদের ডাকা অনাস্থায় অপসারিত বিজেপি প্রধান । প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। চাঁচোল ২ নম্বর ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ভয় ও প্রলোভন দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে দাবি জেলা বিজেপি নেতৃত্বের। উন্নয়নে সামিল হতে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে নয়টি আসন দখল করে বিজেপি, তৃণমূল কংগ্রেস তিনটি আসন, কংগ্রেস দুটি ও বামেরা একটি আসনে জয়লাভ করে। বিজেপির প্রধান পদে নির্বাচিত হন পুষ্পা ওরাও। এই বিজেপি প্রধানের বিরুদ্ধে চার বিজেপির সদস্য তৃণমূলকে সাথে নিয়ে অনাস্থা আনেন। সেই অনাস্থাই অপসারিত হন বিজেপির প্রধান ও উপপ্রধান। অনাস্থা নিয়ে আসা চার বিজেপির সদস্য এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অপসারিত গৌরভ অন্ড গ্রাম পঞ্চায়েতের অপসারিত বিজেপি প্রধান পুষ্পা রানী ওরাও।

বিজেপির নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই অনাস্থা দাবি চাঁচোল ২ নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি রফিকুল হোসেনের । তিনি বলেন উন্নয়নের সামিল হতে ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যই তৃণমূলে যোগদান করবেন।

 অর্থের প্রলোভন ও মিথ্যে মামলার ভয় দেখিয়ে তাদেরকে দলে আনা হচ্ছে । এতে গোষ্ঠী কোন দলের কোন বিষয় নেই,যদিও গোষ্ঠী কোন্দলের বিষয়টি মানতে চাননি জেলা বিজেপি নেতৃত্ব। জেলা যুব মোর্চার সভাপতি  সুমিত সরকার জানান, ভয়ও প্রলোভন দেখিয়ে বিজেপি সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে। হাইকোর্টে এই বিষয়ে মামলা করেছে বিজেপি বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *