বুড়িরহাট বাজার GCPA দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ১২ সেপ্টেম্বর পালন

রাহুল দেব বর্মন, দিনহাটা:

বুড়িরহাট বাজার GCPA দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ১২ সেপ্টেম্বর পালিত হল।
রবিবার সকালে GCPA র দলীয় পতাকা সহ ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি পালিত হয়।


উল্লেখ্য ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতবর্ষ ইংরেজের শাসন থেকে মুক্তি লাভ করে । সেই সাথে ব্রিটিশ সরকারের করদ মিত্র রাজ্য গুলি একে একে ভারত ডোমিনিয়নে যুক্ত হতে থাকে । উত্তর পূর্বের ব্রিটিশ সরকারের অন্যতম করদ মিত্র রাজ্য কোচবিহার , উত্তর পূর্বের প্রবেশ দার তখনও রাজন্য শাসিত।
কোচ মহারাজা জগদ্বীপেন্দ্র নারায়ণ ভারতভুক্তি জন্য ১৯৪৮ সালের ২৮ সে আগস্ট কোচবিহারবাসীকে সুরক্ষিত করে মহারাজা সমগ্র উত্তর পূর্ব ভারতকে একত্রিত করতে ভারত ভুক্তি চুক্তিতে স্বাক্ষর করেন।

সেই চুক্তি মোতাবেক ১৯৪৯ সালের ১২ ই সেপ্টেম্বর কোচবিহার ভারতের সাথে যুক্ত হয়। পরিণত হয় একটি কেন্দ্র শাসিত গ শ্রেণীর রাজ্যে, যা কোচবিহার বাসির এক ঐতিহাসিক দিন ।
সেই দিনটি সাড়ম্বরে পালন করল বুড়িরহাট ১ নম্বর অঞ্চল GCPA নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি প্রদীপ বর্মণ,সম্পাদক আলোক বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *