কুলিকে পক্ষী গণণা

বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ:প্রতি বছরের মতো এবছরও শরতের মাঝামাঝি সময়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাসে পাখি গণনার কাজ শুরু হলো আজ মঙ্গলবার থেকে।চলবে আগামী কাল পর্যন্ত।বনদপ্তরের আহ্বানে পাখি গননায় এবছরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করে।স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মধ্যে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস,রায়গঞ্জ পিপলস ফর এ্যানিমেলস, হিমালয় মাউন্টেইনিয়ারিং এন্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রভৃতি অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন কুলিক ওয়ার্ল্ডলাইফ সেঞ্চুরি বিট অফিসার বরুন সাহা,রেঞ্জার প্রতিমা লাহা,উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়া সহ অন্যান্যরা।গতবছর কুলিক পক্ষীনিবাস 99631 টি পাখি এসেছিল এবছর 1 লাখের উপরে পাখির আশা করছি সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *