শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের ওপর আক্রমণ, তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি বিজেপির
সঞ্জয় হালদার, শিলিগুড়িঃ
শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে শাসক দলের কর্মীরা ভ্যাকসিন কেন্দ্রের সামনে শারীরিক হেনস্তা করেন। এই অভিযোগ এনে শিলিগুড়ির বিজেপি কর্মীরা এবং বিধায়ক নিজে গান্ধী মূর্তির পাদদেশে বুধবার অবস্হান বিক্ষোভে বসেন।
বিধায়কের অভিযোগ সকালবেলায় কলকাতা থেকে ফিরে ২৪ নম্বর ওয়ার্ডে চলা টিকাগ্রহণ কেন্দ্রের সামনে দিয়ে যেতে গেলে পুলিশের সামনে এক দল শাসক দলের কর্মী তার উপর চড়াও হয়ে শারীরিক হেনস্তা চালায়। এর প্রতিবাদে বিজেপি কর্মীদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসে শংকর ঘোষ ।বলেন টিকাকরণ শিবিরগুলি দখল নিয়েছে শাসক দলের নেতা কর্মীরা। শংকর ঘোষের নিজের পাড়াতেও তৃণমূলের কর্মীরা নিজেদের ইচ্ছেমতন ভ্যাকসিনের ব্যবস্হা করছে। তৃণমূল অন্য এলাকার লোক নিয়ে এসেও টিকাকরণ শিবিরগুলি দখল নিয়েছে বলে অভিযোগ করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের কথাও মানছেন না অনেক তৃণমূল নেতাই। এই প্রশ্ন তুলে ধরেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। শারীরিক হেনস্তার বিষয়ে পুলিশকে ফোন মারফত জানানো হয়েছে বলেও জানান তিনি।